শিল্পী সুনীল মাধবের শিল্পচেতনার দর্পন
শিল্পকলার অগ্রগতিতে বিভিন্ন সংগঠন কাজ করে আসছে। ইতিহাসের পাতা থেকে জানা যায় কলকাতায় প্রথম এই ধরণের সংগঠনের জন্ম হয় ১৮৩০ সালে, যার নাম 'ব্রাশ ক্লাব' (Brush Club)। কয়েকজন ভারতীয় ও ব্রিটিশ উদ্যোক্তাদের মধ্যে মধ্যমনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এর আয়ু ছিল স্বল্পকাল। এরপর কালে কালে এক এক করে অনেক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে স্বল্পায়ু নিয়ে। একমাত্র ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট (Indian Society of Oriental Art) এখনও সক্রিয়। সাম্প্রতিক কালে এই রকম কয়েকটি সক্রিয় প্রতিষ্ঠানের একটি হলো প্রিন্সেপস (Prinseps)।
Read More